কক্সবাজার, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

যতই প্রতিকূলতা আসুক অর্থনৈতিক অগ্রযাত্রা থামানো যাবে না: প্রধানমন্ত্রী

 

করোনা মহামারির মধ্যেও বাংলাদেশে অর্থনৈতিক গতিশীলতা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দৃঢ়তার সাথে বলেন, যতই প্রতিকূলতা আসুক এই অগ্রগতি-অগ্রযাত্রাকে থামানো যাবে না।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়নের ভূমি অফিস ও অনলাইন ভূমি উন্নয়ন কর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চাষযোগ্য ও প্রাকৃতিক ভূমি রক্ষার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, ব্যবস্থাপনা ডিজিটাল হওয়ায় ভূমি রক্ষা সহজ হয়েছে। জমির কারণেই অনেক সামাজিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। ভূমি ডাটা ব্যাংকের ফলে বিরোধ কমবে।

বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, অনেক দল উড়ে এসে ক্ষমতায় বসেছিলো, তাই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু আওয়ামী লীগ সব সময়ই জনগণের জন্য কাজ করে, মানুষের ভাগ্য পরির্বতনে ভূমিকা রাখে।

পাঠকের মতামত: