কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

৫০০ সাবস্ক্রাইবার হলেই কমিউনিটি ট্যাব

 

এখন চ্যানেলে ৫০০ সাবস্ক্রাইবার থাকলেই মিলবে কমিউনিটি ট্যাব। এর আগে এই ট্যাবের অ্যাক্সেস পেতে কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবারের প্রয়োজন হত।

১২ অক্টোবর থেকে ৫০০ সাবস্ক্রাইবারসহ যে কোন চ্যানেলের ক্রিয়েটর কমিউনিটির অ্যাক্সেস পাবেন বলে জানিয়েছে ইউটিউব।

 

একটি অফিসিয়াল ব্লগ পোস্টে ইউটিউব জানিয়েছে, একটি চ্যানেলের ৫০০ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর কমিউনিটি পোস্ট ক্রিয়েট করার অপশনটি প্রদর্শিত হতে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। পাশাপাশি যে সব চ্যানেলের ৫০০ এর কম সাবস্ক্রাইবার থাকবে, তাদের জন্যও ভবিষ্যতে একটি সুখবর দেওয়ার প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে।

এদিকে আগামী ১২ অক্টোবর থেকে চ্যানেল থেকে ডিসকাশন ট্যাব সরিয়ে দেবে ইউটিউব। এই সময়ের আগে শুধু ডেস্কটপের চ্যানেল পেজ থেকে ডিসকাশন ট্যাব অ্যাক্সেস করা যাবে।

ডিসকাশন ট্যাবটিকে রিপ্লেস করার জন্য নতুন কমিউনিটি ট্যাবটি ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীদের দুর্দান্ত কমিউনিটি পোস্ট এক্সপেরিয়েন্স প্রদানের জন্য ইউটিউব ইতোমধ্যেই অনেক নতুন ফিচার যুক্ত করেছে। ভবিষ্যতেও আরও নতুন উপায় রোলআউট করবে বলে জানিয়েছে গুগলের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি।

পাঠকের মতামত: