কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ফুটপাতে বিক্রি করা আখের রস খেয়ে পাঁচজন হাসপাতালে

নারায়ণগঞ্জের বন্দর থানার লক্ষণখোলা এলাকায় আখের রস খেয়ে শিশুসহ একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়েছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে আখের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা।

এরপর প্রথমে তাদের একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বিকেল ৫টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

অসুস্থরা হলেন- স্বপন (৩৫), অয়ন (৮), অরিদ্র (২), সঞ্জিতা (১৩) ও পার্থ দাস (৭)।

তাদের স্বজন জীবন বলেন, আজ দুপুরে বন্দর থানার লক্ষণখোলা এলাকায় স্বপনের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে আখের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা পাঁচজন। মাথা ঘুরানো, বমিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয় তাদের। পরে স্থানীয় হাসপাতাল থেকে তাদের সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চার শিশুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর স্বপনকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বলেন, অসুস্থ পাঁচজনের স্টমাক ওয়াশ করা হয়েছে। চার শিশুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে আর একজনকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: