কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বিপুল পরিমাণ কাঠ জব্দ

উখিয়ার পালংখালীতে ৭টি অবৈধ স’মিল উচ্ছেদ

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া বার্তা ডটকম::

উখিয়ায় উপজেলা প্রশাসন ও বন বিভাগ এবং পুলিশের যৌথ অভিযান চালিয়ে পালংখালী হতে ৭ টি অবৈধ স’মিল উচ্ছেদ সহ বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) পালংখালী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, থানার সাব ইন্সপেক্টর বিকাশ ও বন বিভাগের একদল বন বিভাগের কর্মী অভিযানে অংশ নেন।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, উখিয়া বিভিন্ন জায়গায় অর্ধশতাধিক অবৈধভাবে স’মিল বসানো হয়েছে। পালংখালী বাজারের পাশে দীর্ঘদিন ধরে কোন প্রকার লাইসেন্স ছাড়াই কতিপয় প্রভাবশালী মহল অবৈধভাবে সমিল বসিয়ে কাঠ চিরাই করে আসছিল৷

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে বলেন, বন বিভাগ এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের হবে।

সহকারী কমিশনার ভূমি তাজ উদ্দিন বলেন, উপজেলা প্রশাসন ধারাবাহিক অভিযানের অংশহিসেবে ৭ টি অবৈধ স’মিল উচ্ছেদ করা হয়েছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: