কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

হটাত্‍ নাক দিয়ে রক্ত ঝরলে কি করবেন?

হঠাত্‍ নাক দিয়ে রক্ত ঝরলে অনেক ভয় পেয়ে যান। বুঝতে পারেন না আপনার ওই সময় কী করা উচিত। এ সময় ভয় না পেয়ে কিছুক্ষণ নিয়ম মেনে নাক চেপে ধরে রাখলে সাধারণত রক্তপাত বন্ধ হয়ে যায়।

তবে নাক দিয়ে রক্তপাত কেন হচ্ছে অবশ্যই তার কারণ জানা জরুরি। নাকে অনেক রক্তনালি থাকে, যা নাকের ঝিল্লি আবরণে এমনভাবে থাকে একটু আঘাত লাগলেই রক্তপাত হতে পারে। সাধারণত শুষ্ক আবহাওয়ায় এ সমস্যা বেশি হতে পারে।

কেন নাক দিয়ে রক্ত ঝরে
অনেক কারণে নাক দিয়ে রক্ত ঝরতে পারে। নাকের ভেতরে আঘাত পেলে, নাকের বা সাইনাসের সংক্রমণ অথবা নাকের বিভিন্ন টিউমার; ইনফেকশন, ট্রমা, অ্যালার্জিক রাইনাইটিস, নন-অ্যালার্জিক রাইনাইটিস, উচ্চ রক্তচাপ, মাদক সেবন ও বংশগত কিছু রক্তের সমস্যাও নাক থেকে রক্ত ঝরতে পারে।

নাকের ঝিল্লি শুকিয়ে গেলে, ফেটে গেলে বা সেখানে শক্ত আবরণ সৃষ্টি হলে রক্তপাত হতে পারে। এছাড়া বৃদ্ধ বয়সে রক্তনালির সংকোচন প্রসারণশীলতা কমে যাওয়ার কারণেও নাক দিয়ে রক্ত পড়তে পারে।

কী করবেন?
হঠাত্‍ নাক দিয়ে রক্ত ঝরলে সোজা হয়ে একটু সামনের দিকে ঝুঁকে চেয়ারে বসে পড়ুন। বৃদ্ধাঙ্গুল ও শাহাদত আঙুল দিয়ে নাকের দুই ছিদ্র জোরে বন্ধ করুন ও মুখ দিয়ে শ্বাস নিন। এভাবে ১০ মিনিট ধরে রাখুন। এর পরও রক্ত বন্ধ না হলে আরও বেশি সময় নিন।

যদি রক্ত ১৫-২০ মিনিটের বেশি সময় ধরে পড়তে থাকে তবে অবশ্যই রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। অনেক সময় আঘাত লেগেও নাক দিয়ে রক্ত ঝরে। প্রাথমিক চিকিত্‍সার পর যদি রক্ত পড়া বন্ধ হলেও চিকিত্‍সকের পরামর্শ নিন। কারণ নাকের হাড় ভেঙেছে কি না, তা দেখা জরুরি। বারবার রক্ত পড়লে নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।

পাঠকের মতামত: