কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

টেকনাফে ১০ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ২ কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া থেকে এসব আইস উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার আইসের আনুমানিক মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে নোয়াখালীয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে আইসের চালানটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মূল্য ১০ কোটি টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক কারবারিদের শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

পাঠকের মতামত: