কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বেতন ৭৮ হাজার, পুরো টাকাই দিলেন পয়সায়

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অ্যান্ড্রিয়াজ ফ্লেটেন নামে এক গাড়ি মেকানিক তার সাবেক মালিকের বিরুদ্ধে তার পাওনা ৯১৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৮ হাজার ৪৪৯ টাকা) ৯১ হাজার ৫০০টি কয়েন দিয়ে পরিশোধ করায় আইনি ব্যবস্থা নিয়েছেন। গত বছর দেওয়া এ পয়সাগুলোর ওজন ২২৭ কেজি হয়েছিল।

অ্যান্ড্রিয়াজ অভিযোগ করে বলেন, বস্তায় ভরে সেই টাকা দেওয়া হয় অ্যান্ড্রিয়াজকে। সেই টাকা গুনতে তার সাত ঘণ্টা সময় লেগেছে। এমনকি তার বেতনের পুরো টাকাটাও দেননি মালিক।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অ্যান্ড্রিয়াজ। যা এখন যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের কাছে পৌঁছায়। শ্রম দপ্তর বিষয়টি নিয়ে আদালতে যায়।

এরপর মাইলস ওয়াকার নামে ওই মালিকের বিরুদ্ধে প্রশাসনকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কর্মীকে হেনস্তা, শ্রম আইন ভঙ্গসহ একাধিক মামলা রুজু করা হয়েছে। সূত্র: মিরর

পাঠকের মতামত: