কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

অপহরনকারী আটক

উখিয়ায় স্কুল ছাত্রী অপহরন, পরে উদ্ধার

উখিয়ার ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেনির পরীক্ষার্থী মালেশিয়া প্রবাসী সৈয়দ হামজার মেয়েকে বাড়ী থেকে কমান্ডো স্টাইলে অপহরন করেছে একই এলাকার দর্ূবৃত্ত দরগাহবিল বাগান পাড়া গ্রামের সৈয়দ হামজার ছেলে ছৈয়দ আলম (২২) সহ অপরাপর ৭/৮জন সহযোগী দূর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়।

উখিয়া থানা পুলিশ শুক্রবার রাতে অপহরনকারীর বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রী তাছনিমা আক্তার মুন্নি (১৪) উদ্ধার এবং
অপহরনকারী ছৈয়দ আলম (২২) কে গ্রেফতার করেছে। এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর
মাতা মাহমেনা বেগম বাদী হয়ে গতকাল শনিবার উখিয়া থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে ঘটনার দিন সন্ধ্যায়
মাহমেনা বেগম ঔষুধের জন্য উখিয়া আসছিল। এ সুযোগে সন্ত্রাসীরা ৩টি সিএনজি ভর্তি ৭/৮জন দর্ূবৃত্ত স্কুল ছাত্রী তাছনিমাকে ফ্লিমি স্টাইলে বাড়ী
থেকে অপহরন করে নিয়ে যায়।

উল্লেখ্য যে, ২০১৯ সালে ৭ই জুলাই ডেইলপাড়া
উচ্ছ বিদ্যালয়ের ছাত্রী তাছনিমা আক্তার মুন্নি সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ছৈয়দ আলম একইভাবে মুন্নিকে অপহরন করে নিয়ে যায়। পরে থানা পুলিশের হস্তক্ষেপে স্থানীয় মেম্বার মুন্সি আলম অপহৃত মুন্নি আক্তারকে তার মা
মাহমেনা আক্তারের কাছে হস্তান্তর করেন।

পাঠকের মতামত: