কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

টেকনাফে উপজাতীর শ্মশানে পাওয়া গেল ৫০ হাজার ইয়াবা!

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ::

টেকনাফ বিজিবি সদস্যদের অভিযানে উপজাতীর শ্মশান থেকে উদ্ধার করল দেড় কোটি টাকা মূল্যের ৫০হাজার ইয়াবা মালিকবিহীন ইয়াবা।
তথ্য সুত্রে জানাযায়,১৭মার্চ রাতের প্রথম প্রহরে পৌনে ১টারদিকে টেকনাফ ২বিজিবির আওয়তাদ্বীন হ্নীলা বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদ পেয়ে হ্নীলা নাটমোরা পাড়া সংলগ্ন রাখাইন সম্প্রদায়ের শ্মশানে অবস্থান নেয়।

এসময় কয়েকজন লোক পালিয়ে যেতে দেখে ঘটনাস্থল তল্লাশী করে অভিনব কায়দায় মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বড় ইয়াবার পুটলা উদ্ধার করতে সক্ষম হয়। এরপর ইয়াবা গুলো গণনা করে পুটলার ভিতর থেকে দেড় কোটি টাকা মূল্যমানের ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।

তা সাধারণ ডায়েরী করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি)।

পাঠকের মতামত: