কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক সব ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করলো বাংলাদেশ

করোনাভাইরাস প্রতিরোধে চার দেশ ও অঞ্চল বাদে বাংলাদেশের সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়ছে। শনিবার (২১ মার্চ) রাত ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চায়না সাউদার্ন, ক্যাথে প্যাসেফিক, থাই এয়ারওয়েজ ও চায়না ইস্টার্ন ছাড়া সব আন্তর্জাতিক ফ্লাইট আজ রাত ১২টা থেকে বন্ধ থাকবে। ৩১ মার্চ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: