কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

উখিয়ার একেএনজেসি উচ্চ বিদ্যালয়কে জেলার ২য় প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন ঘোষনা

উখিয়া উপজেলার রাজাপালং আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনজেসি) উচ্চ বিদ্যালয়কে উখিয়া উপজেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ঘোষনা করা হয়েছে। এটি জেলার দ্বিতীয় প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন। এর আগে উখিয়ার ইনানীতে আরো কক্সবাজার জেলা প্রশাসন আরো ৩ টি রিসোর্টকে গত ২৩ মার্চ প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন ঘোষণা করে। স্কুলটি প্রস্তুত করে উপজেলা প্রশাসনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন হিসাবে সাইনবোর্ড লাগানো হয়েছে।

উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামান বলেন, আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আপাতত ১শ’ বেডের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন প্রস্তত করা হয়েছে। প্রয়োজন হলে মাঠে তাঁবু খাটিয়ে বর কয়েকশ’ বেডের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন করার প্রস্তুতি রাখা হয়েছে। ইউএনও মোঃ নিকারুজ্জামান বলেন, উখিয়ার পালং গার্ডেন সহ আরো কয়েকটি স্কুলকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য প্রাথমিকভাবে সিলেকশন করে রাখা হয়েছে। প্রয়োজন হলে সেগুলো ব্যবহার করা যাবে।

ইউএনও মো নিকারুজ্জামান আরো বলেন, যারা হোম কোয়ারান্টাইন মানবেনা আইনশৃংখলা রক্ষাবাহিনির বা সেনাবাহিনী দিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হবে।

পাঠকের মতামত: