কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রামুর গর্জনিয়া বাজারে করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি::

সরা বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো নোভেল করোনা ভাইরাসের কোনো ঔষুধ তৈরি হয়নি। প্রাণঘাতী এ ভাইরাসের নেই সঠিক কোনো চিকিৎসা। এ রোগের সংক্রমণ ঠেকাতে সরকার সচেতনতা সৃষ্টিতে জোর দিচ্ছে। এরেই ধারাহাহিকতায় সামাজিক দূরত্ব সৃষ্টি করে সংক্রমণ রুখে দেয়ার প্রচেষ্টা চলছেন কক্সবাজারের রামু উপজেলার দুর্গম গর্জনিয়া ফাড়ীর ইনচার্জ সাংবাদিক ও স্তানিয় সমাজ সচেতন যুবসমাজ

শনিববার (২৮ মার্চ) বেলা ১২ টায় কচ্ছপিয়া ও গর্জনিয়ায় করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কচ্ছপিয়া ইউপির একদল স্বেচ্ছাসেবী যুবকদের নিয়ে আইসি নিজ হাতে মিশিন নিয়ে গর্জনিয়া বাজারের অলিগলিতে জীবাণুনাশক স্প্রে ছিটান। পাশাপাশি তিনি এলাকার মানুষদের সরকারী নিয়ম কারন মেনে চলে সচেতনাতা সৃষ্টির জন্য বলেন।

এছাড়াও তিনি সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, সড়কে চলা যানবাহন ও পথচারীদের জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে ছিটাচ্ছেন।

এতে স্বেচ্ছায় অংশ নেন গর্জনিয়া ফাঁড়ী পুলিশ,স্থানীয় সাংবাদীক,কচ্ছপিয়া ছাত্রলীগ, মিয়াজী ফাউন্ডেশনসহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

পাঠকের মতামত: