কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

রাঙামাটিতে প্রথম করোনা রোগী শনাক্ত ৪ জন

করোনা মুক্ত থাকা দেশের একমাত্র জেলা পার্বত্য রাঙামাটিতে অবশেষে করোনা হানা দিয়েছে। আজ বুধবার (৬ মে) চট্টগ্রামে নমুনা পরীক্ষায় এই জেলায় ৪ জনের শরীরে কোভিড-19 শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইনচার্জ ডা: মোস্তফা কামাল।

তিনি জানিয়েছেন, আমরা চট্টগ্রাম থেকে বিষয়টি কিছুক্ষণ আগেই নিশ্চিত হয়েছি।

রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা চট্টগ্রাম নিউজকে জানিয়েছেন, আক্রান্তদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৯ এপ্রিল, আজ ফলাফল জানলাম। এদের একজন রিজার্ভবাজার, একজন দেবাশীষ নগর এবং দুইজন সদর হাসপাতাল এলাকার ।

বুধবার চট্টগ্রাম ভেটেরেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনা শনাক্ত হয়।

রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ চট্টগ্রাম নিউজকে জানিয়েছেন, আক্রান্ত এলাকাগুলো লকডাউন করা হবে এবং যেহেতু ২৯ তারিখ তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেই নমুনা আজ আবার সংগ্রহ করে পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হবে।

পাঠকের মতামত: