কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে একদিনে রেকর্ড ১৩২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গতকাল নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরো ১৩২ জন শনাক্ত হয়েছে। চট্টগ্রামে একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত। মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রাম নগর ও জেলায় মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৯৭৭ জন। এর মধ্যে মারা গেছেন ৪১ জন।

এছাড়া আক্রান্তের মধ্যে শতাধিক সুস্থ হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের তিনটি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মঙ্গলবার নমুনা পরীক্ষায় মোট ১৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬২ টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৯৫টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৭০টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ৯টি নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল রাতে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, এসব নমুনা পরীক্ষার মধ্যে বিআইটিআইডিতে ৫৪ জন, চমেকে ৭৪ জন, সিভাসুতে ৩ জন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রামের ১ জনের শরীরে করোনা (কভিড-১৯) পজেটিভ পাওয়া যায়।

পাঠকের মতামত: