কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

উখিয়ায় করোনা মহামারী ও ঘূর্ণিঝড় ’আম্ফান’ মোকাবেলায় কাজ করে যাচ্ছে আনসার ভিডিপি

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া বার্তা::

চলমান বৈশ্বিক করোনা মহামারীতেও আনসার ভিডিপি সদস্যরা থেমে নেই।
কক্সবাজারের উখিয়ায় দুযোর্গ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে আনসার বাহিনী। সর্বসাধারণের সহযোগিতায় তাদের বেশ কয়েকটি ইউনিট কাজ শুরু করেছে। অবশ্য ইতিমধ্যে এই বাহিনীটি উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা চালিয়ে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে।

উখিয়া উপজেলা আনসার কোম্পানি কমান্ডার জসিম উদ্দিন উখিয়া বার্তাকে জানান, জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাইফুদ্দিন এর নির্দেশে তাদের বেশ কয়েকটি টিম ইতিমধ্যে মাঠে নেমেছে। মঙ্গলবার দুপুর থেকে তারা ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ায় পরামর্শ ও সহযোগিতা করেছেন এবং দুযোর্গ পরবর্তীকালীন মাঠে থাকতে তাদের বাহিনীর সদস্যরা জোর প্রস্তুতি নিয়ে রেখেছেন।

ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় দিনব্যাপী কার্যক্রমে আনসার কোম্পানি কমান্ডার উখিয়া উপজেলা শাখার জসিম উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত অফিসার রুকিয়া বেগম, ফরিদুল আলম, উপজেলা প্রশিক্ষকসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: