কক্সবাজার, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

কক্সবাজারে উখিয়ার ৬ জনসহ নতুন করে আরো ৫৯ জন করোনা পজেটিভ

কক্সবাজার জেলায় নতুন করো আরো ৫৯জন করোনা সনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে এসব নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। একই সাথে লোহাগাড়া ৮, নাইক্ষ্যংছড়ি ১, বান্দরবন ২, লামা ১জনসহ নতুন ৭৬জনের করোনা পজেটিভ আসে।

এছাড়াও ছয়জন পুরাতন রোগীর ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে। মোট ২৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলায় সনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩১, উখিয়ায় ৬, চকরিয়ায় ৯, টেকনাফে ১ ও রামুতে ১২ জন রয়েছে।

মেডিকেল কলেজের ল্যাবের তথ্য মতে, আজ পর্যন্ত কক্সবাজার জেলায় ৫৫১ জন করোনাড আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ কক্সবাজার সদর উপজেলায় ১৭৬জন, চকরিয়া উপজেলায় ১৫৪ জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ৩০জন, উখিয়া উপজেলায় ৭৯ জন, টেকনাফ উপজেলায় ১৮জন, রামু উপজেলায় ২৩জন, কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২৯জন।

পাঠকের মতামত: