কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

নাইক্ষ্যংছড়ি সদরে ১ শিক্ষকের করোনা শনাক্ত বাড়ি লকডাউন 

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)::

বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে এবার করোনা রোগী শনাক্ত হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি  শিক্ষক ।

করোনা শনাক্ত হওয়া শিক্ষকের নাম মোঃ ইউনুস ওরফে মাষ্টার ইউনুস, বয়স ৫৭ বছর। তার বাড়ী নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার পুরাতন বাসষ্টেশন এলাকার ইসলামপুর গ্রামে।
পরিবার সূত্রে জানা যায় কয়দিন আগে  তিনি হার্টের রোগী হওয়ায় তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে আসার পর জ্বর, সর্দি কাশি রোগে আক্রান্ত হয়। এর পর নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে করোনা উপসর্গের কথা জানতে পেরে চিকিৎসক নমুনা সংগ্রহ করেন।
শনিবার (৩০ মে ) রাত ১০ টার দিকে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু জাফর মোঃ ছলিম মাষ্টার ইউনুসের করোনা রিপোর্ট  পজিটিভ আসার খবর নিশ্চিত করেছেন সাংবাদিকদের কাছে।
তিনি আরো জানান, গত ২৫ মে ঐ শিক্ষকের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছিলো।   শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টায় ল্যাব থেকে ফোনে ঐ সহকারি শিক্ষকের নমুনার ফলাফল পজেটিভ বলে নিশ্চিত করা হয়।খবর পেয়ে উপজেলা প্রশাসন তার পরিবার ও সংস্পর্শ আসা ব্যক্তিদেরকে হোম কোয়ারেন্টেইনে থাকার জন্য বলেছেন।
আজ ৩১ মে রিপোর্ট হাতে পাওয়ার পর  এ শিক্ষককে নাইক্ষ্যংছড়ি হাসপাতালের আইসোলেশনে আনার  বিষয়ে  সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
এদিকে   নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে এ প্রথম করোনা শনাক্ত হওয়ায় এখানের মানুষের মাঝে আতংক  ছড়িয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি জানান,আজ ৩১ মে রবিবার  সকালে  প্রাথমিক শিক্ষকের বাড়ীসহ যাতায়াত রাস্তার আশপাশে সংস্পর্শ ব্যক্তিদের বাড়ি-ঘর লকডাউন করা হয়েছে।
তিনি এখনো মোটামুটি সুষ্ঠু আছে অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাষ্টার ইউনুসের ছেলে কলেজ ছাত্রলীগ নেতা মুমিনুল আলম মুমু জানান   তার বাবা অসুুস্থ হওয়ার পর থেকে তাদের পুরো পরিবার নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টেইনে ছিলেন এখনো আছেন। তার বাবা মোটামুটি সুস্থের পথে তিনি বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

পাঠকের মতামত: