কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মন্ত্রী বীর বাহাদুরের রোগমুক্তি কামনায় নাইক্ষ্যংছড়িতে খতমে কোরআন ও দোয়া মাহফিল

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)::
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বীর বাহাদুর এমপির করোনা আক্রান্ত হওযায় রোগ থেকে মুক্তি জন্য  নাইক্ষ্যংছড়িতে খতমে কোরআন ও দোয়া অনুষ্টিত।
রবিবার (৭ জুন) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উত্তর বিছামারা মাদ্রাসায় ও মসজিদ ঘোনা  মাদ্রাসাসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায়  বীর বাহাদুর এমপির করোনা আক্রান্ত থেকে রোগ মুক্তি পাওয়ার লক্ষ্যে হাফেজদের নিয়ে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহাফিলের আয়োজন করেছেন  উপজেলা পরিষদের চেয়ারম্যন ও  আওয়ামীলীগ সভাপতি ও প্রেসক্লাবের প্রতিষ্টাতা  অধ্যাপক মো: শফিউল্লাহ ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান  উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি ও প্রেসক্লাবের উপদেষ্টা  তসলিম ইকবাল চৌধুরী।
এতে বীর বাহাদুর এমপির রোগ মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ঘিলাতলী জামে মসজিদের খতিব মাওলানা মো, শামশুল আলম ও মসজিদ ঘোনা হাফেজ খানার মওলানা জাহেদ হোসেন মোনাজাতে বাংলাদেশসহ বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত পাহাড়ী জনপদের অভিভাবক ও পার্বত্য বিষয়কমন্ত্রী বীর বাহাদুর এমপির রোগ আরোগ্য কামনা করে আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনার মাধ্যমে বিশেষ মোনাত করা হয়েছে।
এসময়, খতমে কোরআনা, দোয়া ও মোনাজাতে অংশ নেন এলাকার মুরব্বীয়ানাসহ সাধারণ মুসল্লিরা।

পাঠকের মতামত: