কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কক্সবাজারে হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত: বৃহস্পতিবার নতুন ৬৯ জন শনাক্ত

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এবার একদিনে ৪৩৩ জনের করোনা টেষ্ট হয়েছে। এই টেষ্টে একদিনে সর্বাধিক ৭১ জন রোগীর রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে, যাদের মধ্যে দুইজন ফলোআপ রোগী আছেন। এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৪১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।

তাঁদের দেয়া তথ্য মতে, বৃহস্পতিবার (১১ জুন) ৪৩৩ জনের টেষ্টে ৭১ জনের ‘পজিটিভ’ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা রয়েছেন ৬৪ জন। ফলোআপ রোগী দুইজন একজন।

সুত্র মতে, নতুন শনাক্ত হওয়া ৬৯ জনের মধ্যে কক্সবাজার সদরে ৪১ জন, রামু উপজেলায় ৪ জন, উখিয়ায় ১০ জন, টেকনাফ উপজেলায় ৫ জন ও চকরিয়া উপজেলায় ২ জন এবং বান্দরবান জেলায় একজন ও চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় ৫ জন ও সাতকানিয়া উপজেলায় একজন রয়েছেন।

এছাড়াও এ দিন ৩৬২ জন সন্দেহভাজন রোগীর রিপোর্ট এসেছে ‘নেগেটিভ’।

পাঠকের মতামত: