কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

টেকনাফে স্বাস্থ্য কর্মকর্তাসহ ৮ জনের করোনা শনাক্ত

কক্সবাজারের টেকনাফে গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য কর্মকর্তাসহ ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন করোনায় আক্রান্ত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার, পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল। আক্রান্ত ব্যক্তিরা হোম আইসোলেশনে রয়েছে বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, টেকনাফে গত ২৪ ঘণ্টায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে তিনিসহ বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।

উক্ত করোনা শনাক্ত রোগীদের সংস্পর্শে আসা বাড়ি-প্রতিষ্ঠান নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য টিম ও পুলিশসহ গিয়ে লকডাউন করে দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, টেকনাফ উপজেলায় এ পর্যন্ত ১ হাজার ৩১৩ জনের নমুনা সংগ্রহের মধ্যে একজন রোহিঙ্গাসহ ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে ৩ জন মৃত্যুবরণ করেছেন। ৪ জন চিকিৎসকসহ ১৬জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো চিকিৎসাধীন আছেন ৫২ জন। তবে এখনও পর্যন্ত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে কোন করোনা শনাক্ত হয়নি।

পাঠকের মতামত: