কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

উখিয়ায় ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা।

আজ সোমবার সকালে উখিয়ার রাজাপালং ইউনিয়ের তুলাতলি গ্রাম থেকে তাদের আটক করেন। আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া গ্রামের মো: সৈয়দের ছেলে মো: শেখ আনোয়ার (২০), রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া গ্রামের হাকিম আলীর ছেলে মোঃঃ জোবায়ের (২০) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া গ্রামের মো: আলীর ছেলে বাপ্পি (১৯)।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ ৩জনকে আটক করেছে। আটকৃত ইয়াবার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

তিনি আরো বলেন, আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত: