কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

অস্ত্রসহ র‍্যাবের হাতে ১২ জলদস্যু আটক

শাহেদ হোছাইন মুবিন:

জীবনের ঝুঁকি নিয়ে অন্ন যোগাতে উত্তাল সাগরে পাড়ি জমায় জেলেরা । সেই সাগরে ভরা মৌসুমে মাছের চালান ধরতেই হানা দেয় জলদস্যুরা। তেমনি ১২ জলদস্যুকে আটক করেছে র‌্যাবের সদস্যরা।

গত ২৭ আগস্ট সাগরের চট্টগ্রাম পয়েন্টে ১৬টি মাছ ধরার ট্রলারে ডাকাতি ঘটনা ঘটে। এরপর গভীর সাগরে অভিযানে নামে র্যাব-৭।

দীর্ঘ ৪৮ ঘন্টার অভিযানে ১২ জন জলদস্যুসজ ০১টি ট্রলার আটক করা হয়। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ জানান, এই অভিযানে আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইলিশ মাছ ও ৩ টি ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতদল ১৬টি বোট ডাকাতির কথা স্বীকার করে বলে জানায় র্যাবের এই কর্মকর্তা।

আটকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যা্যাবের এই কর্মকর্তা। সট- আটকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব। নিউজডেস্ক টিটিএন কক্সবাজার।

পাঠকের মতামত: