কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আবারও উত্তাল আল-আকসা, সংঘাতে আহত অর্ধশতাধিক

আবারও উত্তাল হয়ে উঠেছে ‘আল-আকসা’ মসজিদ প্রাঙ্গণ। রবিবার (২৯ মে) ইহুদিদের উসকানিমূলক আচরণকে কেন্দ্র করে বাঁধে সংঘাত। খবর আলজাজিরার।

১৯৬৭ সালে জেরুজালেম অবৈধভাবে দখল করার দিবস উদযাপন করছে ইসরায়েলিরা। তার তীব্র প্রতিবাদে ফিলিস্তিনিরাও নেমেছেন রাস্তায়।

জানা গেছে, রবিবার সকালে আল-আকসা প্রাঙ্গণে হাজির হয় উভয়পক্ষ। এ সময়, ইহুদিরা হাততালি আর কটূক্তির মাধ্যমে উসকানি দেয় ফিলিস্তিনিদের। ইসরায়েলের পতাকা হাতে ঢোকে মসজিদ প্রাঙ্গণে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এ সময় তাদের লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়ছিলো ফিলিস্তিনিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণেই এলোপাতাড়ি গুলি ছোঁড়া হয়; যাতে আহত হন অর্ধ-শতাধিক মানুষ।

উল্লেখ্য, রমজান মাস থেকেই, ধর্মীয় স্থাপনাটি ঘিরে উত্তপ্ত জেরুজালেম। এখন পর্যন্ত, আটকের শিকার হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

পাঠকের মতামত: