কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ইউক্রেন যুদ্ধে গৃহহীন প্রায় ৬৫ লাখ মানুষ

গেল ২৩ দিন ধরে চলা যুদ্ধে গৃহহীন হয়েছেন ইউক্রেনের প্রায় ৬৫ লাখ মানুষ। এর মধ্যে শরণার্থীর সংখ্যা ৩২ লাখ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে।

ইউএনএইচসিআর জানিয়েছে, ইউক্রেনে গৃহহীন হওয়া শরণার্থীদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ পোল্যান্ডে। এ সংখ্যা প্রায় ২০ লাখ বলে জানায় জাতিসংঘ।

এছাড়াও দেশটির প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্থ হচ্ছেন যুদ্ধের কারণে। এদিকে মানবিক করিডোরের সুযোগে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে সরানো হয়েছে আরও ৯১৪৫ জন বেসামরিক নাগরিককে। এর মধ্যে সামি শহর থেকেই সরানো হয়েছে ৪ হাজার মানুষকে।

পাঠকের মতামত: