কক্সবাজার, রোববার, ২৮ এপ্রিল ২০২৪

ঈদের আগেই পরিবারের অর্ধেককে ঢাকা ছাড়ার পরামর্শ

ঈদের সময় ভোগান্তি এড়াতে পরিবারের অর্ধেক সদস্যকে আগে-ভাগেই ঢাকা ছাড়ার পরামর্শ দিয়েছেন বুয়েটের অধ্যক্ষ ও দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ড. মোহম্মদ হাদিউজ্জামান।

রবিবার (১৭ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ পরামর্শ দেন।

তিনি বলেন, ‘এবারের ঈদে গড়ে প্রতিদিন প্রায় ৩০ লাখ লোক ঢাকা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে মাত্র ১৫ লাখ মানুষের।’ তাই ঈদে গণপরিবহনে চাপ কমাতে পরিবারের যাদের ঢাকায় বিশেষ কোনও কাজ থাকবে না তাদের ২০ রোজার পরপরই, আর বাকি যাদের অফিস এবং অনান্য কাজ রয়েছে তাদের ২৭ রোজার মধ্যে ঢাকা ছাড়ার পরামর্শ দেন তিনি।

হাদিউজ্জামান বলেন, যে ৩০ লাখ মানুষ ঢাকা ছাড়বেন তারমধ্যে বাসে ৮ লাখ, ট্রেনে ১ লাখ, লঞ্চে দেড় লাখ, ব্যক্তিগত গাড়িতে চার লাখ ও বাইক রাইড করে চার লাখ লোক ঢাকা ছাড়বেন। বাকি ১৫ লাখ লোক ঝুঁকি নিয়ে কভার্ড ভ্যান, ট্রেনের ছাদেসহ বিভিন্ন উপায়ে গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করবেন।

যাত্রী কল্যাণ সমিতির ধারণা- আসন্ন ঈদে এক কোটি মানুষ রাজধানী ছাড়বেন। অন্যদিকে, এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করবেন আরও অন্তত ৫ কোটি মানুষ।

পাঠকের মতামত: