কক্সবাজার, শনিবার, ৪ মে ২০২৪

উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১২ নভেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

তিনি বলেন,”শিক্ষার মানোন্নয়ন করতে শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের সুদৃষ্টি রাখতে হবে। পড়ালেখার মান বৃদ্ধি করে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হবে এটি সে প্রত্যাশা। রাজাপালং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম। তিনি বলেন, ”পড়ালেখার মান বৃদ্ধি করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সকাল-সন্ধ্যা শিক্ষার্থীদের নজরে রাখতে হবে। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে যাতে পড়ালেখার ক্ষতি না হয়।”

রাজাপালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, ”আমি স্থানীয় ইউপি সদস্য হিসেবে সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম,আছি এবং থাকবো। তবে বাড়িতে যাতে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি মনোযোগী হয় সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।”

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: