কক্সবাজার, বুধবার, ১ মে ২০২৪

উখিয়ার রুহুল্লার ডেবা নাইট বার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন::

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং রুহুল্লার ডেবা ব্রাদার্স ইয়ং সোসাইটির আয়োজনে মাষ্টার গোলাম মহিউল হক অলিম্পিক নাইট বার ফুটবল টুর্নামেন্ট-২৩ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টায় রত্নাপালং রুহুল্লার ডেবা খেলার মাঠে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উক্ত খেলার উদ্বোধক ছিলেন রত্নাপালং ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আসহাব উদ্দিন৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটবাজার সিএনজি সমবায় সমিতির সাধারণ সম্পাদক শরিফ মাহমুদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, বিশিষ্ট ঠিকাদার ইফতেকার উদ্দিন, চৌধুরী, গ্রাম পুলিশ শাহাব উদ্দিন মনু৷

নাইট ফুটবল টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় যে দু’টি দল অংশগ্রহন করে, তার হচ্ছেন ঘুমধুম ফ্রেন্ডশীফ ফুটবল ক্লাব বনাম উখিয়ার বটটলি সৈকত ফুটবল একাডেমি৷

উখিয়ার বটটলি সৈকত ফুটবল একাডেমি চার শূন্য গোলে পরাজিত করে ঘুমধুম ফ্রেন্ডশীফ ফুটবল ক্লাব৷ খেলাটি পরিচালনা করেন প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ রেফারি সরৌভ হোসেন টমেটু, সহকারী মিজানুর রহমান ও মোহাম্মদ সোহেল৷

রত্নাপালং রুহুল্লার ডেবা ব্রাদার্স ইয়ং সোসাইটির আয়োজনে মাষ্টার গোলাম মহিউল হক অলিম্পিক নাইট বার ফুটবল টুর্নামেন্ট-২৩  সার্বিক সহযোগিতায় -রুহুলারডেবা ব্রাদার্স ইয়ং সোসাইটি এবং পরিচালনার দায়িত্বে জিসান হায়দার ফাহিম সোহেল, মিজান, আহাদ, জিয়া, ওবাইদুল হক ও মাজেদ৷

উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে বর্ণাঢ্য ডিসপ্লেতে রাতের আকাশ আলোকিত হয় ওঠে রঙিন আতশবাঁজিতে। অতিথিবৃন্দরা দু’দলের খেলোয়ারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। তবে প্রচন্ড শীত উপেক্ষা করে নাইট ফুটবল খেলা দেখতে শত শত দর্শক ভীড় করে গ্যালারীতে।

পাঠকের মতামত: