কক্সবাজার, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

উখিয়ার রোহিঙ্গা শিবিরে স্বামীর হাতে স্ত্রী খুন

কক্সবাজারের উখিয়ায় থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহে রোহিঙ্গা স্বামীর হাতে খালেদা বেগম (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছে। এ ঘটনায় হাফেজ আহমদের ২য় স্ত্রী নুর হাসিনা ও মো. আলী নামের ২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে থাইংখালী হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম খালেদা বেগম (২৫)। সে হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের ১৪৫ নম্বর বাড়ির মালিক।

খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)সদস্যরা লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় হাফেজ আহমদের ২য় স্ত্রী নুর হাসিনা ও মো.আলী নামের ২ জনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ৫ নম্বর পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দীন চৌধুরী বলেন, ‘আমার ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী এলাকা হাকিমপাড়ার হাফেজ আহমদ তার স্ত্রী খালেদা বেগমকে জবাই করে হত্যার পর পালিয়ে যায়। নিজ বাসার সবার অলক্ষ্যে চুপিসারে পালিয়ে যাওয়ায় কেউ তাৎক্ষণিক জানতে পারেনি’।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, উদ্ধার লাশ এবং আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা,
উখিয়া কক্সবাজার,
০১৮৩৩-২৭০৭১৭৷

পাঠকের মতামত: