কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

উখিয়ায় অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র, চোরাচালান ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবার রোহিঙ্গার বসতঘর থেকে ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮-এপিবিএন) সদস্যরা।
শুক্রবার (২২ এপ্রিল) সকালে অস্ত্র ও গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ৮-এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, ক্যাম্পে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ২২ এপ্রিল (শুক্রবার) রাত তিনটার দিকে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১৩ এর এফ-২ ব্লকের রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াছ (৪৫) এর বসতঘরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

পাঠকের মতামত: