কক্সবাজার, বুধবার, ১ মে ২০২৪

উখিয়ায় খাল খননের কাজ উদ্বোধন করলেন জাহাঙ্গীর কবির চৌধুরী

কক্সবাজারে উখিয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধার্থে ও বর্ষাকালে জলাবদ্ধতা দূরীকরণ করতে খাল খনন কাজ শুরু হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের খারাশিয়া খালের খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এলজিইডি নতুন রাস্তার মধ্যখানে হারাশিয়ার খাল খনন কাজ শুরু করা হয়।

উপজেলা প্রশাসনের সহায়তায় এনজিও সংস্থা কারিতাসের অর্থায়নে খান খনন প্রকল্পটির বাস্তবায়ন করা হচ্ছে । এটি বাস্তবায়ন হলে হারাশিয়া, আমিন পাড়া, হয়রাতি পাড়া, হরিণ মারা ও বাগানের পাহাড় এলাকায় শুষ্ক মৌসুমে অনাবাদি রমেশ আশাবাদের আওতায় আসবে । এছাড়াও বর্ষার মৌসুমে জলাবদ্ধতা দূরীকরণ হবে।

উল্লেখ্য, হারাশিয়া হয়ে হাছন আলী মুন্সির বাড়ি হইতে নিচের দিকে কিয়ামন ছড়া পর্যন্ত খাল খননের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টর।

উদ্বোধনী অনুষ্ঠানে, স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এনজিও সংস্থা কারিতাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: