কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

উখিয়ায় জানুয়ারিতে ১১৯ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক::

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত আসছে ইয়াবা, মাদক, স্বর্ণ ও ক্রিস্টাল মেথ বা আইস। এসব পাচার বন্ধে সীমান্তে অভিযান অব্যাহত রেখেছে বিজিবি। তারই ধারাবাহিকতায় গত মাসে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) সদস্যরা চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে ১১৮ কোটি ৯৮ লাখ ৭৮ হাজার ৭০০ টাকার মাদকদ্রব্য এবং ১৪ জনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

গত ১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
সোমবার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদি হোসাইন কবির এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে বিজিবি টহলদল ৪৮ কোটি ৯৮ লাখ ৭৮ হাজার ৭০০ টাকা মূল্যের ১৬ লাখ ৩২ হাজার ৯২৯ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া ৭০ কোটি টাকা মূল্যের ১৪ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ১৪ জনকে আটক করা হয়।

পাঠকের মতামত: