কক্সবাজার, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

উখিয়ায় মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন ফাইনালে কোটবাজার খেলোয়াড় সমিতির জয়

নিজস্ব প্রতিবেদক, উখিয়া::
কক্সবাজারের উখিয়া-টেকনাফ উপজেলা ভিত্তিক মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর বালুখালীস্থ শহীদ সৈনিক ইসমাঈল স্নৃতি ক্রীড়া পরিষদ আয়োজিত ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।২৬ ফেব্রুয়ারী রাত ৮ টায় বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় কোটবাজার খেলোয়াড় সমিতি বনাম ব্যাংক এশিয়া বালুখালীর মধ্যকার উত্তেজনা পূর্ণ খেলায় কোটবাজার খেলোয়াড় সমিতি জিতে জয়ের শিরোপা ঘরে তুলে।

উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম আজাদের সভাপতিত্বে, ক্রীড়া সংগঠক,নুরুল আবছার সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায়,
প্রধান অতিথি ছিলেন দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রমজানুক হক নিহাদ।বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন,পালংখালী ইউপির চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্রো,
রাজাপালং ইউপির মেম্বার ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন,বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন প্রমুখ।অতিথি গণ বিজয়ী, বিজিত এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চ্যাম্পিয়ন ট্রফি সহ সম্মাননা স্মারক তুলে দেন।

এসময় আয়োজকদের পক্ষে জিয়াউল হক বাপ্পী,খাইরুল বশর,কায়সার,ছাত্রলীগের নেতা আনিসুল মোস্তফা, মহিউদ্দিন চৌধুরী জয়,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা,সোহেল চৌধুরী সহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: