কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

উখিয়ায় সড়কের উপর যানজট সৃষ্টির দায়ে অর্থদণ্ড প্রদান

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া বার্তা::

কক্সবাজারের উখিয়া সদরে মোবাইল কোর্ট পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় (২৯ই ডিসেম্বর) সড়কের উপর গাড়ি থামিয়ে যানজট সৃষ্টিকারী সী-লাইন লাইম্যান জামাল উদ্দিনকে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।

উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় রাস্তার উপর যত্রতত্র অবৈধ পার্কিং রোধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ ফটকের সামনে রাস্তার উপর সী লাইন/কক্স লাইন নামক পরিবহনের কয়েকটি গাড়ি দাঁড়িয়ে যানজট সৃষ্টি করায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
তাৎক্ষণিক অর্থ পরিশোধ করতে না পারায়, তাকে মোবাইল কোর্টের হেফাজতে নেয়া হয়। কাউন্টারে তখন শুধুমাত্র সে উপস্থিত থাকায় কাউন্টারের নিরাপত্তার স্বার্থে কাউন্টার বন্ধ করে এর চাবি তাকেই বুঝিয়ে দেয়া হয়৷ পরবর্তীতে সি লাইন কর্তৃপক্ষ অর্থদন্ড পরিশোধ করে এবং রাস্তার উপর অবৈধ পার্কিং করবেনা মর্মে অংগীকার করে।

পরে সড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্কিং না করার জন্য সতর্কতা আরোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।

পাঠকের মতামত: