কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

উখিয়া উপজেলা আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা:

যথাযোগ্য মর্যাদায় কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে৷

সোমবার (১৫ আগস্ট) সকালে উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সূচনা হয়৷

শোক সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদার সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী রাজা। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুস বাঙালী, জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনছুর চৌধুরী।

শোক সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা রিয়াজুল হক রিয়াজ, উপজেলা আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম কন্ট্রাক্টর, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা এবং উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, সাধারন সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, উপজেলা যুবরীগের সভাপতি মুজিবুল হক আজাদ, আওয়ামী লীগ নেতা এম এ মনজুর, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দু শুক্কুর, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, শ্রমিক লীগের সভাপতি সরোয়ার কামাল পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি, উপজেলা আওয়ামী লীগের নেতা রাবিন্দ্র দাস রবি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা নুর মোহাম্মদ শেখর, সাবেক ছাত্রলীগের সভাপতি মকবুল হোছাইন মিথুন, রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুফিজ মিয়া, ছাত্রনেতা মোঃ ইব্রাহিম, রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাবেক ছাত্র নেতা এডভোকেট রবীন্দ্র দাশ রবি, ছাত্রনেতা তারেক হোসেন মানিক, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল ও অন্যান্য নেতৃবৃন্দ। এরআগে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন, উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং শোক সভা শেষে দুপুরের গণভোজের আয়োজন করা হয়৷

পাঠকের মতামত: