কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

উখিয়া উপজেলা বিএনপির কান্ডারি সরওয়ার জাহান ও সোলতান মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক •

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উখিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার(১ এপ্রিল) দুপুরে আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

তিনি বলেন,”বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে এদেশে ফিরিয়ে আনতে হবে। দক্ষিণ কক্সবাজারে বিএনপির অবিসংবাদিত নেতা সাবেক হুইপ জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর নেতৃত্বে বিএনপি উখিয়াতে দুর্গ গড়ে তুলেছে যা সমাবেশের মাধ্যমে প্রমাণ করে।”

সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ ও বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল,জেলা বিএনপির সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী,সহ সভাপতি ও পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী,সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এম মোকতার আহমদ, মহেশখালী বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক,টেকনাফ উপজেলা সভাপতি হাসান সিদ্দিক,জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আজিজুর রহমান,জেলা যুবদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জল,জেলা ছাত্রদল সভাপতি শাহাদাত হোসেন রিপন সহ বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসহযোগীসংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

সম্মেলনে উখিয়া উপজেলা বিএনপির পুনরায় সভাপতি হিসেবে সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে সোলতান মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম।

এদিকে,সম্মেলনকে ঘিরে উপজেলার পাঁচ ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়। দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল,ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা মিছিলে মিছিলে সম্মেলনে যোগদান করে। পরে সম্মেলন জনসভায় রূপ নেয়।

সম্মেলন অনুষ্ঠান শেষে উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী উপস্থিত নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আগামী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন।

পাঠকের মতামত: