কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

উখিয়া থাইংখালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়া থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৫ জুন ২০২২) সকালে বিদ্যালয় মিলনায়তনে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আবদুর রহিম হেলালীর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক কমরুদ্দিন মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।

এসময় তিনি বলেন, সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় কাজ করতে হবে, দেশের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি আলতাজ আহমদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটি সাবেক সভাপতি, মোহাম্মদ সোলাইমান মেম্বার, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি,শামসুল আলম সওদাগর,
প্রতিষ্ঠাতা সদস্য,মাষ্টার ফরিদ আহমদ, পরিচালনা কমিটির সদস্য,মুফিদুল আলম মেম্বার, সহকারী প্রধান শিক্ষক,মোঃ মোস্তফা কামাল, সাবেক পরিচালনা কমিটির সদস্য, রশিদ আহমদ, মাষ্টার নুরুল বাশার, আবদুস সাত্তার,সিনিয়র শিক্ষক বাবু প্রিয়সেন বড়ুয়া, শাহ ইউনুস, মর্তুজা বেগম ও সাইদুর রহমানসহ প্রমূখ।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা শতভাগ পাশ করে এই স্কুলের নাম উজ্জল করবে এমন আশা করেন শিক্ষক মণ্ডলীরা ।

উল্লেখ : থাইংখালী উচ্চ বিদ্যালয় হতে ১০০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।

পাঠকের মতামত: