কক্সবাজার, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

ডাম্পিং স্টেশন, যানযট নিরসন ও বনভুমি রক্ষার সিদ্ধান্ত

উখিয়া মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ায় ডাম্পিং স্টেশন, যানযট নিরসন ও বনভুমি রক্ষার্থে কঠোর সিদ্ধান্ত নিলেন উখিয়া উপজেলার নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

সোমবার (২৫) জুলাই সকালে উপজেলা হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব সিদ্ধান্ত গ্রহণ করেন৷

এছাড়া উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আরো বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা, বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে মতামত ছেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি প্রদান, ব্যাটারি চালিত টমটম গাড়ির নিয়ন্ত্রণ, অবৈধভাবে বনভুমিতে বসবাসকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পার্শ্ববর্তী পাহাড় কর্তন প্রতিরোধ ও পাহাড় রক্ষা করতে আন্তরিক না হলে উক্ত স্থান থেকে তাদের উচ্চেদ করা। বনভুমিতে কোন প্রকার ডাম্পার, মিনি পিকআপ পাওয়া গেলে অভিযানের মাধ্যমে জব্দ করে আইনের আওতায় আনা, সংরক্ষিত বনভুমিতে অবৈধভাবে বসবাসকারীদের বিদ্যুৎসংযোগ না দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতি উখিয়াকে প্রস্তাব রাখেন রেঞ্জ কর্মকর্তা উখিয়া।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সভায় বক্তব্য রাখেন, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম, রত্নাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সেলিম কায়সার, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন, রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রনি, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার গোলসান আরা বেগম, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, উখিয়া থানার এস আই সালমান, ট্রাফিক পুলিশের এসআই তোফাইয়েল আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিধ কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে সহ আরো অনেকেই।

পাঠকের মতামত: