কক্সবাজার, শনিবার, ৪ মে ২০২৪

এক বছরের মধ্যে কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করবেন:নওফেল

কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। আর সেটিই বাস্তবায়নে কাজ করবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। এসময় তিনি বলেন, কক্সবাজারে উচ্চ শিক্ষার জন্য কোন সরকারি বিশ্ববিদ্যালয় নেই। নবনির্বাচিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারবাসীর এই যৌক্তিক দাবিটি উপস্থাপন করার আহবান জানিয়ে নওফেল বলেন, এক বছরের মধ্যেই তিনি কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য চেষ্টা করা হবে।

সম্মেলনের উদ্বোধনকালে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, যে হাত দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণ করবে সে হাত ভেঙে দেওয়া হবে।

এর আগে কক্সবাজার জেলার বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মিছিল সহকারে যোগদান করে সম্মেলনে।

পরে এড. ফরিদুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং মেয়র মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে কক্সবাজার জেলা আওয়ামী লীগের তিনবছরম্যাধী কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় কমিটির সদস্য ঘোষণা করা হয়।

পাঠকের মতামত: