কক্সবাজার, শনিবার, ৪ মে ২০২৪

এক বছরের মধ্যে কক্সবাজারে সরকারি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা নওফেলের

এক বছরের মধ্যে কক্সবাজারে সরকারি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান কক্সবাজারে একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং এ সম্মেলনের মাধ্যমে যারা নেতৃত্বে আসবেন তারা যেন দ্রুত সময়ের মধ্যেই জনপ্রতিনিধিদের নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনে আনুষ্ঠানিকতা শুরু হয়।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এরপর কুরআন, গীতা, ত্রিপিটক, বাইবেল পাঠ থেকে পাঠ করা হয়।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতা মাহবুবউল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম আমিন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

পাঠকের মতামত: