কক্সবাজার, রোববার, ৫ মে ২০২৪

‘ওয়াল স্ট্রিট জার্নাল’র সংবাদকর্মীদের উপর সাইবার হামলার

অনলাইন ডেস্ক ॥ আন্তর্জাতিক দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদকর্মীদের উপর সাইবার হামলা চালানো হয়েছে। তদন্তকারীদের বরাত দিয়ে সংবাদপত্রটির মূল প্রতিষ্ঠান ‘নিউজ কর্পোরেশন’ বলছে, এই ঘটনার হোতা সম্ভবত চীনের হ্যাকাররা।

 

সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ওই সাইবার হামলার লক্ষ্য ছিলেন চীনের সংবাদ নিয়ে কাজ করেন, ওয়াল স্ট্রিট জার্নালের এমন কয়েক ডজন সংবাদকর্মী ও সম্পাদক।

হামলার ঘটনা তদন্তে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ম্যানডিয়ান্ট’কে নিয়োগ দিয়েছিল ‘নিউজ কর্পোরেশন’। তদন্তকারীদের সন্দেহ, হ্যাকাররা ‘সম্ভবত গোয়েন্দা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং চীনের স্বার্থের জন্য লাভজনক তথ্য সংগ্রহের চেষ্টা করছিল’।

পাঠকের মতামত: