কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

কক্সবাজারে ইয়াবা পাচার: আটজনের ১০ বছর করে কারাদণ্ড

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় আট আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার বিকালে জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান।

সাজাপ্রাপ্তরা হলেন: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খুরুশকুল এলাকার মো. রফিক, সরেঙ্গা এলাকার মো. কালু মাঝি, গহিরা এলাকার মো. রফিক, দক্ষিণ সরেঙ্গা এলাকার মো. হাসান, পূর্ব গহিরার হাসমত আলী, নুরুল আলম আনোয়ারী, মো. নাসির, মো. মজিবুল ইসলাম।

একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যা অনাদায়ে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাবাসে থাকতে হবে।

রায় ঘোষণার সময় সব আসামি আদালতে হাজির ছিলেন।

মামলার নথির বরাতে পিপি ফরিদুল আলম জানান, ২০১৮ সালের ৫ জানুয়ারি কক্সবাজার শহরের কলাতলীস্থ গভীর সাগর থেকে ৫ লাখ ইয়াবাসহ আটজনকে আটক করে র‌্যাব ৭ এর একটি দল।

এ ব্যাপারে ওই দলের বিজিবির নায়েব সুবেদার মো. জহির উদ্দিন বাবর বাদী হয়ে নয়জনের নামে মামলা করেন।

তবে ইউসুফ নামের পলাতক এক আসামিকে মামলা থেকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৯ সালের ১০ মার্চ  অভিযোগপত্রটি গ্রহণ করে বিচার কাজ শুরু করে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, এ মামলায় ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

পাঠকের মতামত: