কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

কক্সবাজারে গভীর শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ

শাহেদ মিজান::

কক্সবাজারে শোকাবহ ১৫ আগস্টের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী জাতীয়শোক দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খানি, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালি, কাঙালিভোজ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

কর্মসূচীর অংশ হিসেবে জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কক্সবাজার পৌরসভা, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এছাড়াও সংসদ সদস্যরা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থাও জাতীয় শোক দিবসের কর্মসূচী পালন করছেন। জেলা পর্যায় ছাড়াও উপজেলা পর্যায়ে একইভাবে অত্যন্ত মর্যাদার সাথে এই গভীর শোকের দিবসটি পালিত হচ্ছে।

পাঠকের মতামত: