কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কক্সবাজারে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

সমুদ্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর গত ৪ দিন ধরে সরগরম কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রসহ সব ঘাট।

জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, আকারও বেশ বড়। সাগর থেকে ট্রলার নিয়ে হাসিমুখে ফিরছে জেলেরা। পাশাপাশি রূপচাঁদা, লইট্টাসহ অন্যান্য সামুদ্রিক মাছের পরিমাণও কম নয়।

SPONSORED CONTENT

মাছের সরবরাহ বাড়ায় এখন দামও কিছুটা কমতির দিকে। প্রতি ট্রলারে ৫০০ থেকে ৮ হাজার পর্যন্ত ইলিশ ধরা পড়ছে। প্রথম ৩ দিনে ৪০ টনের বেশি মাছ এসেছে অবতরণ কেন্দ্রে। এর মধ্যে অর্ধেকই ইলিশ।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপক এহছানুল হক বলেন, ২৪ ও ২৫ তারিখ গত দুদিনে আমাদের অবতরণ কেন্দ্রে প্রায় ৩২টন মাছ অবতরণ হয়েছে। এরমধ্যে ইলিশমাছ ছিল ১৯ টন।

জেলা মৎস্য অফিসের তথ্য মতে, কক্সবাজারে নিবন্ধিত জেলের সংখ্যা ৬৩ হাজারের বেশি। নৌযান রয়েছে সাড়ে ৫ হাজার।

পাঠকের মতামত: