কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

কিয়েভে তেলের ডিপোতে আগুন

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের তৃতীয় দিবাগত রাতে রাজধানী কিয়েভ থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। ক্ষেপণাস্ত্র হামলার কারণে ওই আগুনের সূত্রপাত হতে পারে জানিয়ে নাগরিকদের বিষাক্ত ধোঁয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে ওই তেল ডিপোতে আগুনের ভিডিও প্রকাশ করা হয়েছে।

এদিকে, রুশ আগ্রাসনে এখন পর্যন্ত ইউক্রেনের ৬৪ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে জাতিসংঘ। মোট হতাহতের সংখ্যা ২৪০। তবে প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করছে সংস্থাটি।

পাঠকের মতামত: