কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

কুড়িগ্রামে শীতে জনজীবন বিপর্যস্ত

উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবন কাহিল হয়ে পড়েছে। সকল পর্যায়ে নেমে এসেছে স্থবিরতা। ঘন কুয়াশা আর মেঘের ঘনছটায় পুরো দিনের বেশির ভাগ ঢেকে থাকে উত্তরের এ জনপদ। দুপুর গড়িয়ে গেলেও সুর্যের মুখ দেখা না পাওয়ায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

প্রতিনিয়ত ঘন কুয়াশার কারণে বিশেষ করে শ্রমজীবি খেটে খাওয়া মানুষজন পড়েছেন বিপাকে। শিশু ও বৃদ্ধরাসহ গবাদি পশুও ঠান্ডায় রয়েছে কষ্টে।এছাড়া দিন ও রাতের তাপের তারতম্য হওয়ায় জেলার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে বেড়ে গেছে রোগীর সংখ্যা। বিশেষ করে ডায়রিয়া রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়েই চলেছে।

এদিকে, কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জানায়, তাপমাত্রা এ অঞ্চলে কমা বাড়ার মধ্য দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বইছে। শনিবার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পাঠকের মতামত: