কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ঘুমধুমে বসতবাড়ি পুড়ে ছাঁই খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্থ পরিবার

শ.ম.গফুর, উখিয়া::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামে আগুনে পুড়ে ছাঁই হয়েছে এক বসতবাড়ি।
এতে অন্তত ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন,৬ মার্চ বিকেল ৪ টা ২০ মিনিটের সময় তুমব্রুর ফকিরা ঘোনা এলাকার নজির আহমদের পুত্র নুর হোছনের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।টিনের চাঁলা বসতবাড়িতে আকস্মিক আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে যায়।বিদ্যুতের শর্টসার্কিট থেকে ধরে যাওয়া আগুন মুহূর্তেই বাড়ির চতুরদিকে ঘিরে ফেলে।আগুন নিয়ন্ত্রণে লোকজন চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি।উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দিলে,তারা পৌঁছানোর আগেই বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়।
এতে বাড়িতে রক্ষিত নগদ টাকা,মুল্যবান মালামাল সহ আনুমানিক ৬-৭ লাখ টাকার ক্ষতিসাধন হয় বলে জানান,ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নুর হোছন।

স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ জানান,নুর হোছনের বাড়িতে আগুন লেগেই বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত পরিবার একেবারে নিঃশ্ব হয়ে গেছে।তারা এখন খোলা আকাশের নিচে।

ঘুমধুম ইউপি’র চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন,বাড়ির সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে।পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারে জরুরী সহায়তা পৌছানো হচ্ছে৷

পাঠকের মতামত: