কক্সবাজার, বুধবার, ১৫ মে ২০২৪

ঘুমধুমে র‍্যাব-৭’র অভিযান : বিপুল পরিমাণ ইয়াবাসহ বাপ্পী আটক!

শ.ম.গফুর, উখিয়া::

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে র‍্যাব-১৫’র অভিযানে ১লাখ ২৭ হাজার ১৪০ পিস ইয়াবা সহ মেহেদী হাসান বাপ্পী ওরপে বাপ্পী চৌধুরী(২৬) নামে এক শীর্ষ মাদক কারবারি আটক হয়েছে।

ধৃত বাপ্পী ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম পাড়ার শিকদার আলীর ছেলে।তাকে ৯ ফেব্রুয়ারী দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের মধ্যম পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-৭’র একটি অভিযানিক দল।এসময় ধৃত বাপ্পীর স্বীকারোক্তি মতে তার হেফাজতে বসতভিটিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ২৭ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায়, র‍্যাব-৭’র অধিনায়ক লেঃকর্ণেল এসএম ইউসুফ।

মেহেদী হাসান বাপ্পী ইয়াবাসহ গ্রেফতার হলেও তার বড় ভাই মোঃ হোছন রয়েছে ধরাছোয়ার বাইরে।মোঃ হোছন রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা নারী বিয়ে করে ক্যাম্পে বসবাস করছে।ক্যাম্প কেন্দ্রিক ইয়াবা ব্যবসার মুলহোতা হচ্ছে বাপ্পীর বড়ভাই মোঃহোছন।তাকে গ্রেফতার করলে তাদের পারিবারিক ইয়াবা সাম্রাজ্যের বহু অজানা তথ্য বেরিয়ে আসবে।

পাঠকের মতামত: