কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

চকরিয়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় অটোরিকশা (টমটম) উল্টে মোছাম্মৎ ওয়াফরা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় তার মা ও নানিসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত ৮টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট সোয়াজনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ওয়াফরা উপজেলার কাকারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আয়ুবের কন্যা।
আহতরা হলেন নিহতের মা আফসানা বুলবুল (৩৪), নানী ফাঁসিয়াখালী ইউনিয়নের নয়াপাড়ার মাস্টার আবুল কাশেমের স্ত্রী সাকেরা বেগম (৬৫) ও ছেলে আবুল কায়েশ (২৪)।

নিহত ওয়াফরার মামা সাংবাদিক আবুল মনসুর মো. মহসিন বলেন, ডুলাহাজারা ইউনিয়নের সোয়াজনিয়া এলাকা থেকে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ওই এলাকায় নবনির্মিত রেললাইনের পার্শ্ববর্তী খাদে তাদের বহনকারী ব্যাটারী চালিত অটো রিকশা (টমটম) উল্টে যায়।

এসময় টমটম চাপা পড়ে ঘটনাস্থলে ভাগিনি ওয়াফরা মারা যায়। আমার মা, বোন ও ভাই আহত হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: