কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

চকরিয়ায় ব্যবসায়ী লতিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ব্যবসায়ী মো. লতিফ উল্লাহ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ব্যবসায়ীরা। বুধবার ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

পরে ব্যবসায়ীরা বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদানে করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মুহাম্মদ ওসমান গনির কাছে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পৌরশহরের সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

মানববন্ধনে ব্যবসায়ী নেতারা বলেন, লতিফ উল্লাহ একজন সফল ব্যবসায়ী। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দ্রুত ব্যবসায়ী লতিফ উল্লাহ হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এসময় তারা দাবি করে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

পরে ব্যবসায়ীদের পক্ষ থেকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ ব্যবসায়ীদের বলেন, ব্যবসায়ী লতিফ উল্লাহ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। আমরা আশা করছি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হব।

মানববন্ধনে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া কলেজের অধ্যক্ষ আ ক ম গিয়াস উদ্দিন, চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রেজাউল করিম, কাউন্সিলর মুজিবুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, চকরিয়া ওয়েস্টার্ন প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হকসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা।

ব্যবসায়ী লতিফ উল্লাহ হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করেন কক্সবাজার দোকান ব্যবসায়ী ফেডারেশন।
উল্লেখ্য, গত সোমবার রাতে বাড়ি থেকে দোকানে ডেকে এনে একদল দুর্বৃত্ত ব্যবসায়ী লতিফ উল্লাহকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করেনি ক্ষতিগ্রস্ত পরিবার।

পাঠকের মতামত: