কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

চট্টগ্রামে শাটলের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী একটি শাটল ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের এক চালক, পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মালবাহী ট্রেনটি নগরের বটতলী থেকে নাজিরহাটের উদ্দেশে ছেড়ে এসেছিল।

ষোলশহর রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় চৌধুরী জানান, চবি শাটল ট্রেনের সঙ্গে রেলওয়ের মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে আছেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা ওমর ফারুক বলেন, শাটল ট্রেন ও ওয়াগনের মধ্যে সংঘর্ষে ওয়াগনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা লাইন সংস্কারের কাজ করছে।

এদিকে ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ডিভিশনাল ট্রান্সপোর্ট অফিসার ওমর ফারুককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাঠকের মতামত: